বুধবার ০২ জুলাই ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৫ এপ্রিল ২০২৫ ০২ : ৩০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। জোড়া ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে। আট ম্যাচের মধ্যে মাত্র তিনটি জয়। প্লে অফ নিশ্চিত করতে বাকি ছয় ম্যাচের মধ্যে সবকটিতেই জিততে হবে। একটি হারলে বাকিদের দিকে তাকিয়ে থাকতে হবে। দুটি হারলে কোয়ালিফায়ারে যাওয়ার সম্ভবনা শেষ। কিন্তু মঈন আলি মনে করেন, এই জায়গা থেকেও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে নাইটদের। পাঁচ ম্যাচ হেরে সাত নম্বরে নেমে গিয়েছে শাহরুখ খানের দল। কিন্তু এখনও আশা ছাড়ছেন না ইংল্যান্ডের অলরাউন্ডার। পাঞ্জাব ম্যাচের আগে মঈন আলি বলেন, 'অবশ্যই এখনও আমাদের প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে মুম্বইয়ের শুরুটাও ভাল হয়নি। পরপর চার ম্যাচ জিতে ওরা এখন উড়ছে। আমাদের একই মাইন্ডসেট থাকা উচিত। আমরা অর্ধেক পথ পেরিয়ে এসেছি। আমাদের বাকি ম্যাচের মধ্যে বেশিরভাগ জিততে হবে। এই দল আগেও সেটা করে দিয়েছে। তবে সেটা করতে সংকল্প এবং বিশ্বাস দরকার।'
ব্যাটিং ব্যর্থতার জন্য হারতে হচ্ছে কেকেআরকে। হিমশিম খাচ্ছেন ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল এবং রমনদীপ সিং। মুল্লানপুরে শেষ ম্যাচে ১১২ রান তাড়া করতে নেমে একটা সময় ২ উইকেটে ৬২ রান ছিল কেকেআরের। এই জায়গা থেকে ম্যাচ হারে। মাত্র ৩৩ রানে ৮ উইকেট হারায়। তার আগে লখনউয়ের বিরুদ্ধেও ভাল জায়গায় থেকেও হারতে হয়েছে। ম্যাচ শেষ করতে সমস্যা হচ্ছে নাইটদের। ব্যর্থ হচ্ছে ফিনিশাররা। কিন্তু দলের তারকা অলরাউন্ডার মনে করেন, সবটাই মাইন্ডসেটের ওপর নির্ভর করছে। মঈন আলি বলেন, 'কয়েকদিন আগেই আমরা প্রায় ২৪০ রান তাড়া করে ফেলছিলাম। সুতরাং, মাঝে আমরা ভাল খেলছিলাম। সবটাই মাইন্ডসেটের ওপর নির্ভর করছে। শেষ দুটো ম্যাচে আমরা যেভাবে ব্যাট করেছি, খুব বেশি ম্যাচ জিততে পারব না। আমাদের খেলাটা উপভোগ করতে হবে। প্লেয়ারদের ওপর অত্যধিক চাপ রয়েছে। তবে সেটা কাটিয়ে দক্ষতার প্রমাণ দিতে হবে। আমাদের সুনীল নারিনের মতো আগ্রাসী থেকে শুরু করে অজিঙ্ক রাহানের মতো ক্লাসিক প্লেয়ার আছে। অঙ্গকৃষ রঘুবংশী খুব ভাল খেলছে। এছাড়াও ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং এবং আমি আছি। আইপিএলে আমাদের ব্যাটিং লাইন আপ অন্যতম সেরা। তবে দল হিসেবে আমরা ভাল খেলতে পারিনি। এবার চাকা ঘোরানোর পালা।'
মুল্লানপুরে একা যুজবেন্দ্র চাহাল শেষ করে দিয়েছিল কেকেআরকে। চার উইকেট তুলে নিয়ে পাঞ্জাবকে ম্যাচে ফেরান। তবে সেই নিয়ে আর ভাবতে চান না মঈন। ঘরের মাঠে আত্মবিশ্বাসের সঙ্গে পাঞ্জাবের স্পিনারের মুখোমুখি হতে চান। মঈন বলেন, '৩০ থেকে ৪০ মিনিট খুব খারাপ গিয়েছিল। আগে সবাই বহুবার চাহালকে খেলেছে এবং ভাল করেছে। কিন্তু সেদিন আমরা ওকে খেলতে পারিনি। কিন্তু হয় ভাবতে হবে ও আমাদের আবার শেষ করে দেবে, নয়তো আত্মবিশ্বাস নিয়ে ওর মুখোমুখি হতে হবে। আশা করব আমরা এবার ভাল খেলতে পারব। ও ভাল বোলার। কিন্তু সেই ম্যাচের আগে ও কিছুটা নড়বড়ে ছিল। একটা ইনিংস আত্মবিশ্বাস ফেরাতে পারে। আশা করব এবার সেটা আমাদের ক্ষেত্রে হবে।' ঘরের মাঠে জিতে প্লে অফের আশা জিইয়ে রাখতে বদ্ধপরিকর নাইটরা।

নানান খবর

যাত্রী ভিড় সামাল দিতে শিয়ালদহের এই শাখায় বাড়ল আরও একাধিক লোকাল

ভারী বৃষ্টিতে ধ্বংসলীলা চলছেই, মেঘ ভাঙা বৃষ্টি, হড়পা বানে তছনছ হিমাচল, মৃত বেড়ে ৫১

কামড়েছিল কুকুরছানা, গুরুত্ব না দেওয়ায় মর্মান্তিক পরিণতি দেশের কবাডি খেলোয়াড়ের

বার্মিংহ্যাম টেস্টে বাদ যাবেন এই ব্যাটার? পরিবর্তে কাকে খেলানো হবে জানুন ক্লিক করে

আশঙ্কার মেঘ কাটিয়ে এশিয়া কাপে দু'বার মুখোমুখি ভারত-পাকিস্তান! কবে প্রথম মহারণ?

টহলদারিতে বিপত্তি, বেপরোয়া গাড়ির সজোরে ধাক্কা, দুর্ঘটনা প্রাণ কাড়ল ২ পুলিশকর্মীর

এক বছর পুলিশের পোশাক পরে ঘোরাঘুরি, সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট, অবশেষে গ্রেপ্তার যুবক

এজবাস্টনে তারকা পেসারকে বাদ দেওয়ার পরামর্শ, এই স্পিনারকে দলে চান ভারতের প্রাক্তনী

ধর্মের ঘর ফাঁকা! কেন সন্তানের জন্মের পরিচয়পত্রে ‘ধর্ম’ উল্লেখ করলেন না বিক্রান্ত?

আচমকাই ভেঙে পড়ল গাছ, গল্প করতে করতে চাপা পড়ে প্রাণ গেল একাধিক কর্মীর, হাওড়া পুরনিগমে মর্মান্তিক দুর্ঘটনা

ভারী বৃষ্টি পিছু ছাড়ছে না, টানা দুর্যোগ চলবেই, কোন কোন জেলায় চরম সতর্কতা?

এজবাস্টনে ভাগ্যের চাকা ঘোরানোর পালা, দুই স্পিনারে নামবে ভারত

গার্সিয়ার একমাত্র গোলে জয়, জুভেন্টাসকে হারিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপের শেষ আটে রিয়াল মাদ্রিদ

স্ত্রী-কন্যাকে খোরপোশ দেওয়ার নির্দেশ কোর্টের, বড় ধাক্কা খেলেন সামি

চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষ্য লক্ষ্য টাকা নিয়ে উধাও, সত্য ঘটনা জানলে ভিরমি খাবেন